করোনায় মৃতদের জন্য ভ্রাম্যমাণ গোসলখানা চালু

করোনাভাইরাসের সংক্রমণে মারা যাওয়া ব্যক্তিদের গোসলের জন্য ভ্রাম্যমাণ গোসলখানা চালু হয়েছে চট্টগ্রামে। আজ  মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মুহাম্মদ কামরুল হাসান। স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটির উদ্যোগে একটি অ্যাম্বুলেন্সকে ভ্রাম্যমাণ গোসলখানা হিসেবে তৈরি করা হয়। হাসপাতাল কিংবা বাড়িতে মারা যাওয়া করোনা রোগীকে এই গাড়ির ভেতর গোসল ও কাফন পরানোর যাবতীয় ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন : হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী আর নেই

উদ্বোধন অনুষ্ঠানে কামরুল হাসান বলেন, দেশে-বিদেশে করোনায় মৃত ব্যক্তির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। এহেন ন্যক্কারজনক ব্যর্থতায় বাংলাদেশে করোনা মহামারির শুরু থেকে গাউসিয়া কমিটির কর্মীরা জীবন বাজি রেখে মানবতার সেবায় নিবেদিত আছেন। তিনি এ মহৎ পুণ্যময় কাজে অংশগ্রহণ ও সহযোগিতায় এগিয়ে আসতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

আমাদের আপডেট জানতে ফলো করুন: ক্লিক করুন

গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর করোনা রোগী সেবা ও মৃত কাফন-দাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, অ্যাম্বুলেন্সে লাশের গোসলের যাবতীয় সুযোগ- সুবিধাসংবলিত এ ভ্রাম্যমাণ গোসলখানা বাংলাদেশে প্রথম সংযোজন। করোনাকালে রোগীকে গোসল ও কাফনে নানা বিড়ম্বনার শিকার হয়েছেন গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবকেরা। সেই অভিজ্ঞতা থেকে লাশের গোসল–কাফনের জন্য ভ্রাম্যমাণ গোসলখানাটি তৈরি করা হয়। এখন থেকে কারও বাসার সামনে কিংবা কোনো জায়গায় করোনা রোগীকে গোসল করাতে সমস্যা হলে ভ্রাম্যমাণ গাড়িতে সব করা যাবে।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 152 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *