বৃষ্টি শুরু হলেই বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা আজ প্রথম নয়। বৃষ্টি যতক্ষণ থাকে, ততক্ষণ সংযোগও থাকে না। সংযোগ দেওয়ার চেষ্টা করা হলেও সেটা থাকে না। রংপুর নগরীর মুন্সিপাড়া ফিডারের আওতাধীন এলাকায় প্রায় এক মাস ধরে এ অবস্থা চলছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এই এলাকার বাসিন্দারা।
আজ বৃহস্পতিবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে, যতবার বৃষ্টি হয়েছে ততবারই এই এলাকায় বিদ্যুৎ চলে গেছে। গতকাল বুধবারও দিনভর একই ঘটনা ছিল। রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো)-২ (বিক্রয় ও বিতরণ বিভাগ) আওতাধীন মুন্সিপাড়া ফিডারের বিরাট এলাকাজুড়ে এ ভোগান্তি চলে আসছে। এতে মুন্সিপাড়া, কেরানীপাড়া, মাস্টারপাড়া, কাছারিবাজার, আদালত, পুলিশ লাইনস, হনুমানতলার বিদ্যুৎ গ্রাহকেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
আমাদের আপডেট জানতে ফলো করুন: ক্লিক করুন
নেসকো-২ (বিক্রয় ও বিতরণ বিভাগ) কার্যালয় সূত্রে জানা গেছে, এই বিতরণ কেন্দ্রের মুন্সিপাড়া ফিডারের কিছু কিছু জায়গায় বিদ্যুতের তারে ত্রুটি রয়েছে। বৃষ্টি এলে সেখানে পানি পড়ে। ফলে শর্টসার্কিট হয়ে যায়। এ কারণে আপনাআপনি বিদ্যুৎ চলে যায়। বারবার বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করা হলেও পরক্ষণেই আবার বিদ্যুৎ চলে যায়। ত্রুটি সারানোর জন্য চেষ্টা করা হচ্ছে বলে দাবি স্থানীয় বিদ্যুৎ বিভাগের।
আমাদের খবর ভিডিও আকারে পেতে সাবস্কাইব করুন: ক্লিক করুন
তাড়াতাড়ি বিদ্যুৎ চলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউজ্জামান মুঠোফোনে বলেন, ঝড় নেই, বাতাস নেই। শুধু টিপ টিপ বৃষ্টি পড়তেই বিদ্যুৎ চলে যায়। সেটা শুধু এক দিন তা নয়, অনেক দিন থেকে হয়ে আসছে।
শহরের কেরানীপাড়া এলাকা থেকে একজন বিদ্যুৎ গ্রাহক এই প্রতিবেদককে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বিদ্যুতের এ দুরবস্থার প্রতিকার চেয়েছেন।
আরও পড়ুন : সেই দর্শকবিহীন ইত্যাদি বিটিভিতে আজ রাতে
নেসকো-২–এর নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, তিন দিন আগে বিদ্যুতের লাইন ঠিক করা হয়েছে। তেমন সমস্যা ছিল না। তবে আজ অন্য কয়েক জায়গায় এই একই সমস্যা দেখা দিয়েছে। সেখানে লোকবল কাজ করছে। ঠিক করতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। যেন এ ধরনের সমস্যা আর না হয়।