গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের খলসী চাঁদপুরে বজ্রপাতে একজন গৃহিণীর মৃত্যু,
গাইবান্ধা প্রতিনিধিঃ-
খলসি চাঁদপুর গ্রামে দুপুর আনুমানিক সোয়া ১ টায় মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে আসার সময় আকাশ থেকে পড়া বিদুৎ তে রওশানা আরা বেগম (৫০) এক গৃহিণীর ও গাভীটি ঘটনা স্থলে মৃত্যু হয় ।নিহতের স্বামীর নাম মোঃ আবুল হোসেন পেশা কৃষি। প্রত্যেক্ষদর্শী ওয়ায়েছ কুরুনি জানায়, তার পিতা ও সে ঘটনার সময় পাশের ইক্ষু ক্ষেতে কাজ করছিল, নিহত রওশনা আরা বেগম তারে ইক্ষু ক্ষেতের আইল দিয়ে গাভিটি নিয়ে বাড়ি ফিরছিলেন, হঠাৎ আকাশ থেকে বিদ্যুৎ সরাসরি তার উপরে পড়ে ইক্ষু ক্ষেতের আইল থেকে পাশের জমির পানিতে পড়ে যায়। সাথে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইসিজি পরিক্ষার পর মৃত্যু বলে ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে ।