রংপুরের মিঠাপুকুরে মাছ ধরতে গিয়ে ঘাঘট নদীর বালু পয়েন্টে পা পিছলে ডুবে লাবিবুর রহমান লাদেন (২০) নামে এক যুবক মারা গেছেন। নিখোঁজের আড়াই ঘণ্টার পর ডুবুরিদলের সদস্যরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি ঘটে আজ শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে। তিনি ভাংনী ইউনিয়নের ফতেহপুর গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে লাদেন উপজেলার ওপর দিয়ে বয়ে চলা ঘাঘট নদীতে মাছ ধরতে নামেন। এসময় স্রোতে নদীর গভীরে ডুবে থাকা বালুর পয়েন্টে পা পিছলে পড়ে যান। পরে এলাকাবাসী ডুবুরি দলকে খবর দেয়। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মশিউর রহমানের নেতৃত্বে দুই সদস্যের ডুবুরি দলের সদস্যরা ওইদিন সকাল সাড়ে ১০ দিকে লাদেনের মরদেহ বালুর পয়েন্টে থেকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাঘট নদীর ত্রিমোহনী এলাকায় শুকনো মৌসুমে বালু উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হয়। বর্তমানে নদীতে পানি বেড়ে যাওয়ায় গর্তের ওপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। ওই গর্তে ডুবে মারা যান লাবিবুর রহমান লাদেন।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *