গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে (২৯ আগষ্ট) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের আন্দারপাড়া গ্রামের একটি গাছে আজাহার আলী (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, ওই গ্রামের মধুরভিটা নামক স্থানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আজাহার আলীর লাশ দেখতে পায় গ্রামবাসীরা। পরে এলাকাবাসী গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করে।
রংপুরেরডাক ফাইল ছবি
আজাহার আলী একই ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের তজমল হোসেনের ছেলে বলে জানা গেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে শুরু হয়েছে নানাধরনের জল্পনা-কল্পনা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজাহারের স্ত্রীকে গোবিন্দগঞ্জ থানা হেফাজতে নেয়া হয়েছে।
আমাদের আপডেট জানতে ফলো করুন: ক্লিক করুন

আমাদের খবর ভিডিও আকারে পেতে সাবস্কাইব করুন: ক্লিক করুন

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 152 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *