পুসাগ (পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা) এবং বর্ণিল ৮০(গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৮০ সাল এসএসসি ব্যাচ) ‘র মাধ্যমে গাইবান্ধা জেলার ৭ টি উপজেলার প্রায় ১৫০০০ মানুষের মুখে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক ছড়িয়ে পড়বে শীঘ্রই। গোবিন্দগন্জ উপজেলায় মাস্ক বিতরন কার্যক্রম উদ্বোধন করেন পুসাগ (পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট
অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা) এবং বর্ণিল ৮০(গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৮০ সালের SSC ব্যাচ) ‘র মাধ্যমে গাইবান্ধা জেলার ৭ টি উপজেলার প্রায় ১৫০০০ মানুষের মুখে পুনঃ ব্যবহারযোগ্য মাস্ক ছড়িয়ে পড়বে শীঘ্রই। গোবিন্দগন্জ উপজেলায় মাস্ক বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেরা নির্বাহী অফিসার আবু সাঈদ। এসময় আরো ও উপস্থিত ছিলেন পুসাগের সভাপতি হুসেইন মোহাম্মদ জিম, পুসাগের সাধারন সম্পাদক এ,কে প্রামানিক পার্থ। ।
এরই প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের জনসাধারণ এবং শিক্ষার্থীদের মাঝে পুনঃব্যবহারযোগ্য এবং সার্জিক্যাল মাস্ক বিতরন করা হয়। বিতরন করেন গোবিন্দগন্জ উপজেলা পুসাগ সেলের সদস্য, মোঃ শিহাব প্রধান। এসময় ফুলবাড়ী ইউনিয়নের জনগন এরকম সেবামূলক কার্যক্রম কে সাধুবাদ জানান। এরপর কিছু দিনের মধ্যেই গাইবান্ধা জেলার প্রতিটি উপজেলায় ফ্রি স্থায়ী মেডিকেল ক্যাম্প করার পরিক্ল্পনা করছে পুসাগ। সবকিছু ঠিক থাকলে ফুলবাড়ী গ্রামও এই স্থায়ী ফ্রি মেডিকেল ক্যাম্প(যেমন প্রতিমাসে ২ বার) এই সেবার সুযোগ পাবে এমনটাই প্রত্যাশা ফুলবাড়ী ইউনিয়নের ।