পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মহসিনা বেগম (৪৯)। তিনি শিমুলতলি-জোড়পাখুরি এলাকার আবুল হোসেনের স্ত্রী ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শিমুলতলি-জোড়পাখুরি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আমাদের খবর ভিডিও আকারে পেতে সাবস্কাইব করুন: ক্লিক করুন
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সকালে মহসিনা বেগম তাঁর সাত বছরের নাতনিকে নিয়ে বাড়ির পাশে ফসলি জমির আলে বসানো মাছ ধরার চাঁই (বাঁশের তৈরি মাছ ধরার উপকরণ) থেকে মাছ সংগ্রহ করতে যান। সেখানে সাইকেল নিয়ে তাঁর ছেলে নুরুজ্জামানও (২৬) যান। মাছ সংগ্রহ শেষে মহসিনা তাঁর ছেলের সাইকেলে নাতনিকে বাড়ি পাঠিয়ে দেন। পরে তিনি বোদা-দেবীগঞ্জ মহাসড়ক দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এ সময় দেবীগঞ্জ থেকে আসা পঞ্চগড়গামী একটি ট্রাক মহসিনা বেগমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চেীধুরী বলেন, ট্রাকটি এখনো ঘটনাস্থলেই পড়ে আছে। ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। নিহত নারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।