কুড়িগ্রামে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন কলেজ ছাত্রসহ দুজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আজ রবিবার সকালে কুড়িগ্রাম শহরের পাশে ধরলা সেতুর নিকট এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় নাগেশ্বরী থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কুড়িগ্রামের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙা গ্রামের কলেজছাত্র হাবিবুল্লাহ ও ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় গ্রামের মৃত মুক্তিযোদ্ধা এনামুলের হকের স্ত্রী রাবেয়া খাতুন। আহত নুর মোহাম্মদ ও উমর আলীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অটোরিকশাচালক ইমান আলী ও যাত্রী হাবিবুর রহমান কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *