গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নর্দান ইলেক্টিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড এর ৩৩/১১ কেভি সাবস্টেশন (পিডিবি) অবস্থিত। গোবিন্দগঞ্জ উপজেলা সহ পলাশবাড়ী উপজেলার কিছু মানুষ সুযোগ সুবিধা অত্র অফিস থেকেই পায়। কিন্তু প্রতিনিয়ত অসাধু চক্র‘র দ্বারা হয়রানির শ্বিকার হয় সাধারণ জনগণ। তার মধ্যে প্রায়শই হয়রানি পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপট গ্রামের শ্বিকার মৃত নজির উদ্দিন এর পুত্র চাঁদ মিয়া।

ছবি : মুরাদ হাসান

তিনি আজ দুপুর ১১:৩৭ ঘটিকায় নেসকো গোবিন্দগঞ্জ অফিসে বিদ্যুৎ প্রদর্শনী মিটার পরিবর্তন করতে এসে কতৃপক্ষ অসাবধানতা বশত ও নিয়ম বহির্ভূত ভবণ নির্মানের ফলে উপর থেকে ইট পড়ে ৬০ উর্দ্ধ বৃদ্ধের মাথায় গুরুতর ক্ষত হয়। নেসকো অফিস গোবিন্দগঞ্জের নতুন ভবনের কাজ চলছে। অন্যদিকে, মানুষজন নির্বিঘ্নে অবাদ চলাফেরা করছে। সাধারণ মানুষকে অত্র ভবণের কাজ সর্ম্পকে অবগত না করে তারা দেয়াল ফুটা করার কাজ চালাচ্ছে। এমতবস্থায়, চাঁদ মিয়া পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। হাঠাৎ! তার মাধার উপর ইটের আস্তরণ পড়ে এবং সে আহত হয়। পরে আহত লোকটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তারা জানায় অত্যান্ত বড়সড় ঝুকির হাত থেকে তিনি বেচেঁ ফিরছেন আর একটু হলে তাকে বাচানো মুশকিল হত তারপর, তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠায়।

পরে রংপুরের ডাক উপস্থিত হলে নেসকো কম্পানি জানায়, ভুলবশত এটা হয়েছে, এই জন্য শ্রমিক দায়ী, আমরা জানিনা। কিন্তু ভবনের আশে পাশে সাধারণ জনগণের চলাচলের মত অবস্থা নাই। তারা অবিলম্বে কাজ চালিয়ে যাচ্ছে। কোন নেট বা তারকাটা আমরা দেখতে পাইনি। জনগণ তাদের নিরাপত্তায় চায়। স্থানীয়রা জানান, এখানে প্রতিদিন আমরা হয়রানি হই, আমাদের কে মানুষ মনে করেনা। আমরা উপরমহলের কাছে এর যথাউপযুক্ত বিচার চাই।

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 152 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *