লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী থেকে ছেড়ে আসা বগুড়া সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে এক অজ্ঞাত কিশোরের (১৭) মৃত্যু হয়েছে।
জানা গেছে, শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা ৭১৪ নম্বর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পাটগ্রামে আসার সময় ব্লক সেকশনে ছিল। পাটগ্রাম উপজেলার বেলতলী নামক স্থান দিয়ে যাওয়ার সময় একটি পিলারের সাথে বারি খেয়ে পড়ে যায় কিশোর (১৭)। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। মাথায় আঘাত নিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাতালে পাঠান। হাসপাতাল কর্তৃপক্ষ রংপুরে নেওয়ার পথে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের কাছাকাছি পৌঁছানোর আগেই ওই কিশোরের মৃত্যু হয়।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অজ্ঞাত কিশোরটি মাথায় মারাত্মক আঘাত পায়। অবস্থা গুরুতর হওয়ায় সরকারি অ্যাম্বুলেন্সযোগে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টা পর্যন্ত ওই কিশোরের কোনো পরিচয় মেলেনি। অজ্ঞাত হিসেবে পুলিশের নিকট লাশ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অনেক চেষ্টা করেও পরিচয় পাওয়া যায়নি। লাশ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বুঝে দিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আজ রবিবার (১২ সেপ্টেম্বর) লালমনিরহাট মর্গে পাঠানো হচ্ছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দেওয়া হবে।