ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের অব মূল্যায়ন, ,সকল টেকনোলজির চাকুরি অসম নিয়োগ ব্যাবস্থা ,কারিগর সেক্টরে জেনারেল শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ, সর্বশেষ বিল্ডিং কোড আইন-2020 সহ কারিগরি শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার সকল অপপ্রয়াশের বিরুদ্ধে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ (১৫/০৯/২১) দুপুর ১২ টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র -শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ” বগুড়া জেলা শাখা কর্তৃক এক বিশাল মানববন্ধন এর আয়োজন করে।
মানববন্ধনে নেতাদের দাবি শিল্প বিপ্লবের সময় বিশ্বের সাথে নিজেকে প্রস্তুত করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই এবং এবিষয়ে আমাদের বর্তমান দেশনেত্রী,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার প্রতিশ্রুতি এবং উদ্দোগ সত্বেও।ল্যাব সমূহে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্বল্পতা, জনবল সংকট,শিক্ষক সংকট,প্রায়শই অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহন,ছাত্র-শিক্ষক হয়রানি, অদক্ষ আমলাদের হাতে দায়িত্ব প্রদানসহ অসংখ্য প্রতিকূলতায় দেশকে এঅগ্রযাত্রা হতে পিছিয়ে নেওয়ায় যে পায়াতারা চলছে। এসব দৃঢ়ভাবে রুখে দিতে “বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ” ৪ দফা দাবি ঘোষণা করে।
“বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ” এর ৪ দফা দাবিসমূহ –
১.একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে হ্রাস করে ৩ বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ অবিলম্বে বন্ধ এবং ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এই কোর্স আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
২.মাননীয় প্রধানমন্ত্রীর ২০১৮ সালের সদয় নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বিএনবিসি-২০২০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধনকরণ এবং আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করতে হবে।
৩.মাননীয় প্রধানমন্ত্রীর সদয় প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, পেট্রোবাংলা কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে (বি.এসসি. ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১:৫ রেখে জনকল্যাণে অর্গানোগ্রাম প্রণয়ন, সকল বিদ্যুৎ কোম্পানিতে জোষ্ঠতার ভিত্তিতেপদোন্নতি প্রদানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা, প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যুনতম বেতন নির্ধারণ ও পদবী প্রদান এবং শুধু চাকুরির উপর নির্ভরশীলতা হ্রাস করতে, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি সহযোগিতা প্রদান করতে হবে।
৪.পলিটেকনিক ইনস্টিটিউট ও টিভিইটি প্রতিষ্ঠানসসমূহের শিক্ষক স্বল্পতা, শ্রেণীকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটসহ শিক্ষকদের পদোন্নতি ও STEP প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন, পদোন্নতি প্রদান এবং ছাত্র ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ ২৯টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।
মানববন্ধনে “বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ” এর নেতৃবৃন্দ তাদের ৪দফা যৌক্তিক দাবিসমূক দ্রুত মেনে নিতে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এবং তাদের দাবি দ্রুত মেনে নেওয়া নাহলে কঠোর আন্দোলনের হুসিঁয়ারি দেন।মানববন্ধন শেষে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তারা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন।