মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের নতুন সচিব হলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহির উদ্দিন। সোমবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নতুন সচিব নিযুক্ত করা হয়।
এর আগে ২০ মে সচিব প্রফেসর মো. আমিনুল হক সরকারকে বদলি করা হয়। সেই থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে সচিবের দায়িত্ব পালন করে আসছেন।
এ ব্যাপারে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহির উদ্দিন বলেন, অনলাইনে প্রজ্ঞাপনটি পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে যোগদান করবো।