লালমনিরহাটের হাতীবান্ধায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণেচেষ্টার অভিযোগে রাশেদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা প্রায় ১২টার দিকে উপজেলার গেন্দুকুড়ি আফছার উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে স্থানীয়দের নিকট থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ওই এলাকায় ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটেছে। আটককৃত রাশেদুল ইসলাম উপজেলার গেন্দুকুড়ি এলাকার নিয়াজি পাড়ার মৃত জাফরের ছেলে।
জানা গেছে, বাড়িতে কেউ না থাকায় ওই শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা করেন রাশেদুল। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে রাশেদুলকে আটক করে। পরে রাশেদুলকে বিদ্যালয়ের বারান্দায় বেঁধে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাকে আটক করে। তবে অভিযুক্ত রাশেদুল বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ওই মেয়েকে কিছুই করিনি।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুর বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাশেদুলকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর ওই ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হবে।