গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সরদার হাটে পূর্বশত্রুতার জেরে মারপিটে আহত হয় শাওন মিয়া।
অভিযোগে জানাগেছে- সরদারহাটে মুদির দোকান থেকে বাড়ীফেরার পথে এরশাদুলের দোকানের সামনে পৌছামাত্র আসামীগণ পূর্বশত্রুতার জেরে যোগসাজসে শাওন ও সিরাজুলকে বেদম মারপিট করে এবং শাওনকে হত্যার উদ্দেশ্যে মাটিতে ফেলে দিয়ে গলায় শ্বাসনালিতে পাড়াদিয়ে শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা করে । বিবাদী গণ কর্তৃক শাওন মিয়ার পকেটে থাকা আটাশ হাজারের বেশি টাকা জোড়পূর্বক কাড়িয়া নেওয়ার অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছেন। শিবপুর ইউনিয়নের ভিটা শাখইল গ্রামেআঃ রহমানের পুত্র বাদী সিরাজুল ইসলাম জানান আসামী – একই গ্রামের এরশাদুল,ফরহাদ,রিয়াদ মিয়া, নাহিদ মিয়া-গণ গত ১৫ সেপ্টম্বর রাত ১১ ঘটিকার সময় অতর্কিত হামলা মারপিট,হত্যার চেষ্টা, টাকাছিনিয়ে নেয় বলে এই প্রতিনিধিকে জানিয়েছন। আসামীগণ দুর্দ্ধান্ত প্রকৃতির হওয়ায় বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলেও জানান।

পোষ্টটি লিখেছেন: Staff Reporter

এই ব্লগে 250 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *