গাইবান্ধার সাদুল্যাপুরের বকশীগঞ্জ বাজার থেকে বাড়ী ফেরার পথে বাংলাদেশ প্রেসক্লাব সাদুল্যাপুর উপজেলা শাখার আহ্বায়ক বিশিষ্ট্য সাংবাদিক মোঃ আব্দুল কাফিকে হত্যার জন্য অতর্কিত হামলা চালায়। এতে তিনি মারাত্নক গুরুত্বর আহত হলে স্থানীয়দের দ্বারা হয়ে প্রথমে পীরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । ১৮ সেপটেম্বর দিবাগত রাত অনুমান ১০টার সময় রাস্তারোধ করে হামলা চালায় । এ সন্ত্রাসী ঘটনায় তীব্রনিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা মহাসচিব ফরিদ খান, সহ সভাপতি প্রকৌশলী সৈয়দ ফজলুল কবির, বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দ,বাংলাদেশ প্রেসক্লাব গোবিন্দগঞ্জ উপজেলা সহ সভাপতি মোঃ আব্দুল লতিফ আকন্দ, সাধারন সম্পাদক মোঃ অলিউর রহমান ঝিনুক, যুগ্মসম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোঃ আসাদুজ্জামান মাসুদ, দপ্তর সম্পাদিকা নাদিরা সরকার,সদস্য আতিকুর রহমান,সাইদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব সাদুল্যাপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য নুর মোহাম্মদ মিলন, সদস্য মোঃ রবিউল ইসলাম, সদস্য মোঃ শফিকুল ইসলাম,সদস্য মোছাঃ সিমাবেগম,সদস্য মোঃ খাজা মন্ডল, পীরগঞ্জের সাংবাদিক মোঃবেলায়েত হোসেন সরকার প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দ আহত সাংবাদিক মোঃ আব্দুল কাফি সরকারের দ্রুত সুস্থতা কামনা করেন এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান।