স্বারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলায় নারিকেল বিক্রি বেড়েছে। সরেজমিনে দেখা যায়, পৌরশহরের অলিগলিতে খুচরা বিক্রেতাসহ আড়তদাররা নারিকেল বিক্রি করছেন।
আমাদের খবর ভিডিও আকারে পেতে সাবস্কাইব করুন: ক্লিক করুন
নারিকেল বিক্রেতা জমসেদ আলি জানান, দুর্গাপূজার সময় নারিকেলের চাহিদা অনেক গুণ বেড়ে যায়। এবারে চাহিদা আরো বেশি। খুচরা ক্রেতাদের কাছে প্রতি জোড়া নারিকেল ১২০-২০০ টাকায় বিক্রি করছি।
মৌসুমি নারিকেল ব্যবসায়ী মিনতি রানি জানান, সারা দিনে প্রায় ২০০ জোড়া নারিকেল বিক্রি করেছি।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার জানান, দুর্গাপূজায় খাদ্য তালিকায় অন্যতম উপকরণ হলো নারিকেলের নাড়ু ও নারিকেলের নানা রকমের পিঠা পায়েস। যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে।