ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রুবেল (২১) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানার বদেশ্বরী কলাবাগান গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের খবর ভিডিও আকারে পেতে সাবস্কাইব করুন: ক্লিক করুন
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীদের বরাত দিয়ে ওসি জানান, বুধবার দুপুরে রুহিয়া বদেশ্বরী কলাবাগান গ্রামে ধানক্ষেতে ঘাস উঠাচ্ছিলেন শিশুটির মা। আর লিচু বাগানের পাশে খেলা করছিল ওই তিন বছরের শিশুটি। এ সময় মো. ডাঙ্গালুর ছেলে রুবেল শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে রুবেল দৌড়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে ধরে ফেলে। ধষর্ণের কথা স্বীকার করলে গ্রামবাসী তাকে গাছে বেঁধে গণধোলাই দেয়।
গোবিন্দগঞ্জে কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।