আধুনিকতার ছোঁয়ায় এখন বাংলাদেশ। যে কোনো বার্তা প্রেরণে ব্যবহার হচ্ছে মোবাইল ফোন ও ই-মেইল। ডাকবাক্সে চিঠি ফেলে দিয়ে কবে তার প্রিয়জন সেই চিঠি পাবেন এই অপেক্ষা এখন আর কেউ করেন না।
ফলে বদরগঞ্জে ডাকবাক্সের কদর কমেছে। এখন ডাকবাক্সে সরকারি চিঠিপত্র ছাড়া আর কোনো চিঠিই পাওয়া যায় না।
উপজেলার রামনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন প্রামাণিক জানান, মোবাইলে মেসেজ দিতে পারি না। তাই নাতির কাছে চিঠি পাঠাতে এখানে এসেছি।
উপজেলা পোস্টমাস্টার ইউনুস আলি জানান, আগের দিনের মতো এখন আর চিঠিপত্র লেনদেন হয় না। পোস্ট অফিসে পার্সেল, বিমা, পরীক্ষার খাতার মতো কাজগুলো হচ্ছে।