শিবগঞ্জ উপজেলার ভরিয়াপাড়া,তিন মাথার মোড়ে
গতরাত ১০ ঘটিকায় বিশাল বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রান প্রিও বড় ভাই সকলের নয়নের মনি এবং সৎ দায়িত্ব বান পুলিশ অফিসার জনাব মোঃ শাহিন কবির এ এস পি সিরাজগঞ্জ কামারখন্দ, প্রধান উপদেষ্টা, অএ ক্লাব, প্রধান অথিতিঃজনাব আলহাজ্ব ফিরোজ আহম্মেদ রিজু চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা পরিষদ, বরেণ্য অথিতিঃ জনাব আলমগীর হোসেন, ইনচার্জ মোকাম তলা পুলিশ ফাঁড়ি।
বিশেষ অথিতিঃ জনাব মোঃ মাহামুদুল হাসান আপেল সরকার, সাধারণ সম্পাদক, মোকামতলা ইউনিয়ন যুবলীগ ও হাট ইজারাদার। আরও বিশেষ অতিথি বিন্দু উপস্থিত ছিলেন
আহ্বানেঃ মোঃ হারুনুর রশিদ সভাপতি, মোঃসুলতান মাহমুদ সাধারণ সম্পাদক, মোঃরেজা মন্ডল যুগ্ন সাধারণ সম্পাদক
আয়োজনে করেছেন ভরিয়াপাড়া একতা মানব বন্ধন সমাজ কল্যান সংঘ।