তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। সারাদেশে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে ও ১০ টি পৌরসভায় ভোট হবে ২৮ নভেম্বর।এরমধ্যে গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার রয়েছে ১৯টি ইউনিয়ন পরিষদ।
ঘোষিত তফসিলে সুন্দরগঞ্জ উপজেলার রয়েছে ১৩টি ইউনিয়ন, সেগুলো যথাক্রমে বামনডাঙ্গা,সোনারায়,তারাপুর,বেলকা,দহবন্দ,সর্বানন্দ,রামজীবন,ধোপাডাঙ্গা,ছাপরহাটী,শিবরাম,কঞ্চিবাড়ী,শ্রীপুর,কাপাশিয়া।পলাশবাড়ী উপজেলার হোসেনপুর,
মনোহরপুর,পাবনাপুর,বেতকাপা,হরিনাথপুর ও মহদীপুর।
নির্বাচন ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার
(১৪-অক্টোবর)দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।
এতে বলা হয়, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। ভোট হবে ২৮ নভেম্বর।