রংপুর নাট্যকেন্দ্র’র ২৩ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৫ নভেম্বর পর্যান্ত ৪দিন ব্যাপি রংপুর টাউন হলে নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার(০২ নভেম্বর) বিকালে এ উপলক্ষে রংপুর টাউন হল চত্ত্বরে নাট্যোৎসবের শুভ উদ্বোধন করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান আতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করে উক্ত নাট্যোৎসবের শুভ উদ্বোধন করেন।
রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মাহামুদুর রহমান টিটু, রংপুর নাট্য চক্রের সভাপতি আব্দুল মজিদ হিরু, সংস্কৃতিক ব্যাক্তিত্ব মকসুদার রহমান মুকুল ও বছির আহমেদ প্রমূখ।
এ সময় রংপুর নাট্যকেন্দ্র’র পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। নাট্যোৎসবের উদ্বোধন শেষে একটি বণার্ঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।