গাইবান্ধার গোবিন্দগঞ্জ নির্বাচন অফিসের আয়োজনে আজ শনিবার দুপুরে পৌরসভার হল রুমে ৯ টি ওয়ার্ডে ১২ শত ৭২ জন নতুন ভোটারদের মাঝে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি খাওয়ায়ে স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধণ করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদ পরিবারের সন্তান মুকিতুর রহমান রাফি। এ সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নতুন স্মার্ট কার্ড হাতে পেয়ে নতুন ভোটারেরা আবেগে আল্পুত হয়ে পড়েন।
গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি বলেন,আগামী প্রজন্মের মাঝে স্মার্ট কার্ড বিতরণে গোলাপ ফুল দিয়ে স্বাগতম জানালেন এবং নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন তোমাদের আলোয় আলোকিত হোক এ সমাজ, তোমাদের মুখের কথাগুলো মিষ্টি ঝড়াক এই সমাজে।
