কুড়িগ্রাম জেলার ফুলবাড়িতে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় বসলেন মেরাজ হক নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষায় অংশ নেন তিনি।
মেরাজ উপজেলার বড়ভিটা ইউনিয়নের হকটারী গ্রামে শরিফুল হক মিল্টনের ছেলে। তিনি ফুলবাড়ী ডিগ্রি কলেজের ছাত্র।

স্থানীয়রা জানান, গত বুধবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শরিফুল হক মিল্টন। সকালে পরীক্ষা দিতে উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে যান মেরাজ। শেষ পর্যন্ত বাবার লাশ বাড়িতে রেখে চোখের জলে পরীক্ষা দিয়েছেন তিনি।

পরীক্ষা কেন্দ্রে আসা মেরাজের খালু পলাশ হোসেন জানান, বধুবার রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মেরাজের বাবা বাড়িতে মারা যান। বাবাকে হারানোর পর ভেঙে পড়লেও কাঁদতে কাঁদতে পরীক্ষার হলে আসে মেরাজ। পরে আড়াইটার দিকে মেরাজের বাবার মরদেহ দাফন করা হয়।

এ বিষয়ে সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম জানান, মেরাজের বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। তাকে সান্ত্বনা দিয়ে পরীক্ষা দিতে উৎসাহ দিয়েছি।

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 152 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *