আজ শোকাবহ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সারিবদ্ধভাবে হাতে ব্যানার ও ফুলের তোড়া নিয়ে বিভিন্ন স্তরের মানুষ শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছে।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর থেকে রাজধানীর রায়েরবাজারে বধ্যভূমি স্মৃতিসৌধে আসতে থাকে সাধারণ মানুষ। ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান। বধ্যভূমির বেধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীসহ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল জানান, পৃথিবীর ইতিহাসে বর্বরতম বাহিনী হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের রাজনৈতিক নেতারা ছিল মানুষের অযোগ্য। সেদিন আমরা এদের জানোয়ার বানিয়ে ছবি এঁকেছিলাম। এরা ভেবেছিল বাংলাদেশকে মেধাশূন্য করে দিলে বাংলাদেশ আর চলবে না। সেদিন যারা আমাদের তলাবিহীন ঝুড়ি বলেছিল তারা আজ বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখে।

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 152 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *