আসন্ন ২৬শে ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নৌকা মার্কার যোগ্যপ্রার্থী মাসুদ রানার জামালপুর বাজারের নোদাপুরে বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইয়াসিন আলী, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ তালুককানুপুর ইউনিয়ন শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ৭ লক্ষ জনতার অহংকার, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শরিফুল ইসলাম তাজু।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ডা: শাহজাহান সরকার, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গোবিন্দগঞ্জ উপজেলা।
মেহেদুল ইসলাম, মাবুদ লিটন ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই দেশের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কা বিজয়ী করার লক্ষ্যে এলাকার লোকের কাছে মূল্যবান ভোট চেয়েছেন।