আজ ২৬ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার সকল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। এ ভোট গোননা শেষে সন্ধায় একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে থাকে। এতে কয়েকটি ফলাফলে নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আনিছ বিজয়ী হন।এবং ফলাফলের ভিত্তিতে নব -নির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ কয়েকজন কর্মী, সমার্থক নিয়ে সন্ধা ৭টার দিকে মোটরসাইকেল যোগে
গোবিন্দগঞ্জে রেজাল্টশীট নেয়ার জন্য যাবার পথে শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া মোড়ে প্রতিপক্ষ চশমা প্রতিকের সমার্থকরা, পরাজিত হয়ে ক্ষুব্ধ হন।এবং উৎ পেতে থেকে নব-নির্বাচিত নৌকা মার্কার চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ ঘটনাস্থলে পৌঁছামাত্র অতর্কিত হামলা করে কুপিয়ে হত্যার চেষ্টা করে।এ হামলায় তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে গেলে তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।নৌকা মার্কার সমার্থকরা জানান, প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী পরাজয় হয়, এটা মেনে নিতে না পেরে তারা, ক্ষুব্ধ হয়ে নৌকা মার্কার নব-নির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছের মোটরসাইকেলের গতিরোধ করে মারপিট ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে এলোপাথারি ধারালো ছুড়ি দিয়ে মাথায় ও কোমড়ে কুপিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা করে। এই হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।