ঢাকা ইউনির্ভাসিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গোবিন্দগঞ্জ (ডুসাগ) এর আয়োজনে নবীন-বরণ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে ঢাবির আর.সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত ইফতার পূর্ব নবীন-বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গোবিন্দগঞ্জের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে বিশেষ দোয়া শেষে সবাই ইফতারে অংশ নেন।
ডুসাগের সভাপতি রোকশানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। তিনি তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানিয়ে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
ডুসাগের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুসাগের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান জনি, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন সৈকত, উপদেষ্টা সানাউল হক সনি, সদ্য সুপারিশপ্রাপ্ত জর্জ তৌফিক হাসান, উপদেষ্টা ওমর ফারুক সাগর, দ্বিতীয় কমিটির সভাপতি সজল কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ।