গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বাজার ও মার্কেটে চলমান দায়িত্ব থাকা নৈশ্য প্রহরি সমিতির মতবিনিময় ও কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) রাত ১০টায় পৌর কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে তিন বছরের জন্য ৫২ সদস্যর কমিটি গঠন করা হয়। পৌর বাজারে রাত্রিকালিন মনিটরিংকে শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে কাপড়পট্টির নৈশ্য প্রহরী আব্দুল গফুর প্রধান সভাপতি এবং তহবাজার পট্টির শাহ আলম সাধারণ সম্পাদক সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। অন্যান্য পদে সহ-সভাপতি কলিমুদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শাহারুল ইসলাম সাংগঠনিক, গার্মেন্টস পট্টির ক্যাশিয়ার লাল মিয়া, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন। তাদের দু’জনকে কমিটির উপদেষ্টা পদে মনোনীত করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিপোর্টার্স ফোরামের সভাপতি সাংবাদিক শাহ আলম সরকার সাজু,আনন্দ টিভির প্রতিনিধি উজ্জল হক প্রধান,পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মেবিন,পৌর কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দুলাল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান, ব্যবসায়ী ওহেদুল মিয়া, আহমদ আলী, সিরাজুল ইসলাম, বাদল মিয়া, ইউসুফ সরকার, এনামুল ও সোনা মিয়া প্রমুখ।
শেষে যথাযথ দায়িত্ব পালনের উদ্দেশ্যে উপদেষ্টারা ৫২ জন সদস্যর হাতে লাঠি ও বাঁশি তুলে দেন।