৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বগুড়ায় দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে রোববার ও সোমবার (৪ ও ৫ জুন) বেলা ১১টায় বগুড়া জেলা স্কুলে এ মেলার আয়োজন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তাঁর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। সেই কারণে আমরা বগুড়ায় বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নিজেদেরকে তৈরি করবেন। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাশাসক মোহাম্মদ আল মারুফ। উক্ত অনুষ্ঠানে ২ দিন ব্যাপি প্রতিযোগিতার মাধ্যমে ২য় স্থান অর্জন করে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট।

তারা মর্ডান প্রযুক্তি নির্ভর একটি ইলেকট্রিক বাইক তৈরি করে। অত্র ইন্সটিটিউট এর পাওয়ার টেকনোলজির ১ম শিফটের শিক্ষার্থীদের প্রশ্ন করলে তারা জানায়,

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড এর ২০১৬ প্রবিধান অনুয়ারী পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট (৬৭১৭৩) সিলেবাস মোতাবেক স্বল্প কিছু দিনের ব্যবধানে পাওয়ার টেকনোলজির ৭ম পর্বের প্রজেক্ট এর জন্য বানিয়েছি। সব কাজ শেষ হয়নি, আমরা কাজ চালিছে যাচ্ছি। আমরা খুব দ্রুত এই কাজ শেষ করব। তাকে প্রশ্ন করা হল বাজারে তো অনেক ইলেকট্রিক বাইকই আছে কিন্তু আপনার বাইক মানুষ কেন নিবে? তারা বলে, এই বাইক ব্যবহার করে ৫০ কিমি পথ অতিক্রম কতে পারবে মাত্র ৯ টাকায়। এর টপ স্পিড প্রতি ঘন্টায় ৫০ কিমি। এই ইলেকট্রিক বাইকে অনেক সেস্নর ব্যবহার করা হবে যা চালক সহ যাত্রীদের নিরাপত্তার কাজে সহায়তা করতে পারবে।

পোষ্টটি লিখেছেন: admin

এই ব্লগে 152 টি পোষ্ট লিখেছেন .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *