গাইবান্ধা ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৯৮ এর শিক্ষার্থীদের আয়োজনে তুলশিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে ব্যাচ’৯৮ এর শিক্ষার্থীদের সংগঠন ’ওএসএলও/৯৮’ এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষার্থীরা ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন। শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে তারা ইফতার করেন।
এ সময় ব্যাচ’৯৮ এর শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মো. শরিফুল ইসলাম তাজু।