পবিত্র ২২ তম রমজানে বিনামূল্যে ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে বগুড়া পলিটেকনিক ই্ন্সটিটিউট এর উত্তর প্রান্তিক ছাত্রাবাস। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল ৫ টায় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের প্রধান ফটকে (শেরপুর রোডে) এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ইফতার পেয়ে সন্তোষ প্রকাশ করে রিকসা চালক ময়নুল বলেন, ইফতার পেয়ে আমাক ভালো লাগছে বাহে। ইচ্ছা থাকলেও আমাদের প্রতিদিন ইফতার কিনে খাওয়া সম্ভব না। তবে মাঝেমধ্যে ইফতার পাই। ইফতার পেলে খাই। যেদিন পাই না, সেদিন খাওয়া হয় না।
উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে উত্তর প্রান্তিক ছাত্রাবাসের সকল আবাসিক ছাত্র। ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসান আলী, সহঃ তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হুমায়ন রেজা, ক্যাশিয়ার জনাব মোঃ মেসবাহুল কামাল।আরও উপস্থিত ছিলেন ছাত্রাবাসের আবাসিকদের পক্ষে রাব্বি, নোমান, হৃদয়, শিহাব, নিবিড়, রিসান, ইউসুফ, শাহরিয়ার, পারভেজ সহ আরও অনেক আবাসিক ছাত্র।